বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা  নিহত, আহত ৩
ফরহাদ চৌধুরী ॥

কচুয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক মায়া নামে এক ছাত্রদল নেতা নিহত ও ৩জন আহত হয়। সোমবার সকাল ৭টায় কচুয়া-গৌরিপুর সড়কের ঘাগড়া নামক স্থানে ঢাকাগামী আল-আরাফাহ পরিবহন বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির যাত্রী উপজেলার উত্তর পালাখাল গ্রামের হাবিব উল্যার ছেলে, উপজেলা ছাত্রদলের একাংশের সাধারণ সম্পাদক ওমর ফারুক মায়া (৩৫) মারা যান। আহত সাচার ইউনিয়নের রাগদৈল গ্রামের আবু তাহের (৬০), জীবন খান (৫০) ও কলাকোপা গ্রামের নবীর (৩০)কে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে ছাত্রদল নেতা নিহতের সংবাদ পেয়ে তার স্বজন ও দলীয় নেতা-কর্মী-সমর্থকগণ থানা প্রাঙ্গণে ভিড় জমান। নিহতের পিতার আহাজারিতে শোকের মাতম বিরাজ করছে। তারা কচুয়া-সাচার সড়কে বেপরোয়া আল-আরাফাহ, বিআরটিসি ও পদ্মা বাসের চলাচল বন্ধের দাবি জানান। এদিকে ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতা ওই সড়কে চলাচলকারী ২টি বাস ভাংচুর করে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কচুয়া থানার ওসি ইব্রাহীম খলিল জানান, বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়