বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০০:০০

সূচিপাড়া বাজার কমিটির নির্বাচন শেষে হামলা মামলা ও আটক ॥ পরিস্থিতি থমথমে
শাহরাস্তি ব্যুরো ॥

৩০ সেপ্টেম্বর শনিবার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার পর ভোট গণনার সময় সিনিয়র সহ-সভাপতি প্রার্থী মেশকাত হোসেন বিটুর ওপর হামলা করা হলে তিনি আহত হন। এরপর উপস্থিত সমর্থকদের মাঝে হট্টগোল সৃষ্টি হয়। দফায় দফায় ভোট গণনার পর সন্ধ্যা সাড়ে সাতটায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান ফলাফল ঘোষণা করেন। এতে সূচিপাড়া বাজার ব্যবসায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন ছেফায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক রাশেদ আলম অপু, সহ-সভাপতি ফরহাদ তুহিন, যুগ্ম সম্পাদক ইয়াছিন মিয়া, কোষাধ্যক্ষ সুমন হোসেন, প্রচার সম্পাদক এমরান হোসেন ও দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন। এদিকে ১ অক্টোবর নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে পরাজিত প্রার্থী মেশকাত হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে সূচিপাড়া এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মামলার প্রধান আসামী বাজার ব্যবসায়ি কমিটির নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ছেফায়েত উল্লাহ।

উক্ত মামলার অন্যান্য আসামি হলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমান উল্লাহসহ ৮ জন। এদিকে আহত মেশকাত হোসেনকে ৩০ সেপ্টেম্বর রাতে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ১ অক্টোবর রোববার চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জনি কান্তি দে জানান, এ ঘটনায় আবুল হোসেনের ছেলে ফারুক হোসেনকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়