প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০০:০০
আন্তর্জাতিক নারী সংগঠন চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে বিশ্ব প্রবীণ দিবস পালন করা হয়েছে। প্রতি বছরই ক্লাবের সদস্যরা এ দিবসটি উদযাপন করেন। এবার ১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে সাংবাদিক গোলাম মোস্তফার গর্ভধারিণী মা মোমেনা খাতুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট মিতু আক্তারের সভাপ্রধানে এবং তাসলীমা মুন্নীর উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন পিপি মাহমুদা খানম। ইনার হুইল প্রার্থনা পাঠ করেন সেক্রেটারী আফরোজা পারভীন। এরপর সম্মাননা স্মারক ও সৌজন্য উপহার প্রদান করা হয়।
ক্লাব সদস্যরা বলেন, প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের জন্যে, এছাড়া বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবসটি পালিত হয়। আমাদের পরিবারে যারা প্রবীণ রয়েছে তাদের প্রতি যত্নশীল এবং উদার হওয়া উচিত। তাদের সুস্থ রাখা এবং তাদের ইচ্ছার মূল্য দেয়া আমাদের একান্ত দায়িত্ব। আমাদের সকলের উচিত পরিবারের শিশুদের ও প্রবীণদের গুরুত্ব সম্পর্কে জানা।
প্রবীণ মা মোমেনা আক্তার বলেন, আপনাদের এ ভালোবাসা আমি চিরকাল মনে রাখবো। আপনারা প্রবীণদের প্রতি বছর যে সম্মান প্রদর্শন করেন তা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি তাসনুভা রহমান তন্বী, ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, সদস্য মার্জিয়া রুহি ও সদস্য জান্নাতুল ফেরদৌস।