প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা, আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, ধানমন্ডি ল’ কলেজের আওয়ামী আইন ছাত্র পরিষদের সাবেক সভাপতি এবং ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর মেয়ে অ্যাডঃ নাজমুন নাহার অনি গণসংযোগ অব্যাহত রেখেছেন।
গতকাল ১ অক্টোবর রোববার বিকেলে তিনি উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারকেলতলা বাজার, খেজুরতলা বাজার ও রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এবং আশপাশের লোকজনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানিয়ে প্রচারণা চালান। এ সময় তিনি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আওয়ামী লীগকে ভোট দেয়ার কারণেই আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের সারিতে গেছে। বাংলাদেশকে আজ সারা বিশ্বের মানুষ সমীহের চোখে দেখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অগ্রাধিকার দিয়েছেন। ফলে সর্বত্র আজ নারীদের জয় জয়কার। রূপসা দক্ষিণ ইউনিয়নে দীর্ঘদিন নারীরা ভোট প্রদান করেন না। কিন্তু এবার জড়তা ভেঙ্গে নারীরা ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট প্রদান করে শেখ হাসিনার প্রতি সমর্থন ব্যক্ত করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করছি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে এগিয়ে চলছি। এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই আসনেও নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আমি এই আসনের একজন মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে মনোনয়ন দিলে আমি উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবো।
তার সাথে জেলা ছাত্রলীগের উপনাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক শরীফ হোসেন, ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন, সজিব হোসেন, আরিফ হোসেন, আফসার হোসেন, সুজন দাস, নিশান, যুবলীগ নেতা মমিন, সুমন, নাঈম, আরফিুল ইসলাম, সাগর, খায়রুল বাশার, আওয়ামী লীগ নেতা মনির হোসেন, মানিকসহ মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।