বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০০:০০

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বাগাদীতে চক্ষু চিকিৎসা শিবির
স্টাফ রিপোর্টার ॥

‘নিরাপদ সড়ক চাই’ চাঁদপুরের উদ্যোগে ১ অক্টোবর রোববার সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন টাওয়ারের নিচে আয়োজিত চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম। চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের চেয়ারম্যান, দৈনিক চাঁদপুরজমিন ও দৈনিক অনুপমা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং নিরাপদ সড়ক দিবস ২০২৩ উদযাপন কমিটির সদস্য রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের নির্বাহী সম্পাদক মির্জা জাকির। আরো বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই সদর উপজেলা কমিটির উপদেষ্টা শেখ মহসিন। উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর সদর উপজেলা কমিটির সদস্য সচিব ফরিদ আহমেদ মোস্তান, পৌর কমিটির সদস্য সচিব নজির হোসেন, নিরাপদ সড়ক চাই সদর উপজেলা কমিটির যুগ্ম সচিব শাহনেওয়াজ আহমেদ, সদস্য সজীব আহমেদ, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক খোরশেদ আহমেদ, বাগাদী ইউনিয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক তাহের হোসেন কবিরাজ, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান কবিরাজ ও সদস্য রুহুল আমিন কবিরাজ।

‘নিরাপদ সড়ক চাই’র সদস্য ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মঞ্জুর হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সাইফুল ইসলাম বলেন, এখানে এসে জানতে পারলাম মাদকের এবং কিশোর গ্যাংয়ের বেশি উপদ্রব। তাই তাদের বিরুদ্ধেই প্রথম অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, নিরাপদ সড়ক চাই-এর উদ্যোগে আয়োজিত আজকের এই চক্ষু চিকিৎসা শিবিরের অনুষ্ঠানে আসতে পেরে শত শত লোকের উপস্থিতি দেখে বুঝতে পারলাম, এখানে ভালো চিকিৎসা হয়। তাই যারা আয়োজক তাদেরকে এই ধরনের আয়োজনের জন্যে ধন্যবাদ জানাচ্ছি। চোখের চিকিৎসা যেন ভালোভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে ডাক্তারদের। তিনি আরো বলেন, এই সুন্দর আয়োজনের জন্যে দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার সম্পাদক ও নিরাপদ সড়ক চাই-এর কেন্দ্রীয় কমিটির সদস্য রোকনুজ্জামান রোকনকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, আপনারা যারা চোখের চিকিৎসা নিতে এসেছেন এই প্রতিষ্ঠানে, তারা আয়োজকদের জন্যে দোয়া করবেন, তারা যেন এই ধরনের ভালো কাজ সবসময় করতে পারেন। আমি সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন বাগাদী ইউনিয়ন নিরাপদ সড়ক চাই-এর আহ্বায়ক ইফতেখারুল ইসলাম লিটন।

চক্ষু চিকিৎসা শিবিরে ৩২০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং একানব্বই জন রোগীকে চোখ অপারেশনের জন্যে সিলেকশন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়