বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০০:০০

রোডমার্চ সফল করতে জেলা যুবদলের প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার ॥

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবি আদায়ে আগামী ৫ অক্টোবর কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম রোর্ডমার্চ সফল করার জন্যে চাঁদপুর জেলা যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, আপনারাই কিন্তু ভবিষ্যৎ বিএনপি নেতা। আপনাদের দায়িত্বের পরিধি অনেক বেশি। আমরা বিশ্বাস করি, আপনারা সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। আপনারা জানেন, যখনই আমাদের দেশ হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপি এগিয়ে এসেছে এবং দেশকে রক্ষা করেছে। আমাদের মনোবলকে ইস্পাত কঠিন করতে হবে। মনে রাখবেন, সময়টা এখন ঐক্যের। এখন কোনো বিভেদের সময় নেই। আপনারা ঐক্যবদ্ধ হলে হাসিনা বিদায় নেয়া সময়ের ব্যাপার মাত্র।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম মিলন, সদস্য নাছির উদ্দিন শাওন, অ্যাডঃ শফিউল বসর সজল ও অ্যাডঃ নাহিদুল ইসলাম নাহিদ।

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পারিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল পাটওয়ারী, সহ-সভাপতি সরোয়ার গাজী, মোস্তফা বন্দুকশী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, ফরিদগঞ্জ পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন সিপন, শাহরাস্তি পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মিয়াজী, মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেদ জামান টিপু, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, কচুয়া পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার, চাঁদপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদার, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন, সালাউদ্দিন, নজরুল ইসলাম নজু, সহ-সভাপতি শাহজাহান কবির খোকা, মোস্তফা বন্দুকসি, সরোয়ার গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটওয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়