বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

এফবিসিসিআইর পরিচালক শাহাবুদ্দিন অনুকে চাঁদপুর চেম্বারের সংবর্ধনা প্রদান
বিমল চৌধুরী ॥

এফবিসিসিআইর পরিচালক নির্বাচিত হওয়ায় মোঃ শাহাবুদ্দিন অনুকে সংবর্ধনা প্রদান করেছে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। গতকাল ৩০ সেপ্টেম্বর সকালে চেম্বার অব কমার্সের নবনির্মিত অত্যাধুনিক কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে চেম্বার প্রেসিডেন্টসহ পরিচালকগণ সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদানসহ সংবর্ধনার ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর চেম্বার প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম। সংবর্ধিত অতিথি চাঁদপুরের কৃতী সন্তান শাহাবুদ্দিন অনু চাঁদপুর চেম্বার পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা ছিলো বলেই আমি ব্যবসায়ীদের বৃহৎ সংগঠনের পরিচালক নির্বাচিত হতে পেরেছি। তাই চাঁদপুরের প্রতি আপনাদের প্রতি আমার একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে। আমি চাঁদপুরের সন্তান, খুব কাছ থেকে চাঁদপুরকে দেখেছি। আশানুরূপভাবে এখানে তেমনভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়নি, গড়ে উঠেনি শিল্প কারখানা। বাণিজ্যিকভাবে কল কারখানা গড়ে তুলতে যে সকল সুযোগ-সুবিধা থাকার কথা তার সবকিছুই চাঁদপুরে রয়েছে। আগে নদীকেন্দ্রিক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠলেও বর্তমানে সেই চিন্তা-চেতনার পরিবর্তন ঘটেছে। এখন সরকার বিভিন্ন স্থানে বাণিজ্যিক প্রসারতা বৃদ্ধিকল্পে ইকোনোমিক জোন গড়ে তুলতে তৎপর হয়েছেন। বর্তমানে রাস্তাঘাটসহ যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। তিনি চাঁদপুরের ভৌগোলিক অবস্থানের কথা তুলে ধরে আরো বলেন, চাঁদপুরের উন্নয়ন কর্মকাণ্ডে চাঁদপুর চেম্বার অব কমার্সের অনস্বীকার্য অবদান রয়েছে। শিক্ষা বিস্তারসহ সেবামূলক কাজে চেম্বার অনেক কাজ করেছে। আমি এফবিসিসিআইর সভায় প্রস্তাব করবো চাঁদপুরের ব্যবসা-বাণিজ্য প্রসারে কী কী পদক্ষেপ নেয়া যায়। তিনি কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সামর্থ্যবানদের চাঁদপুরে শিল্প কলকারখানা গড়ে তোলার আহ্বান জানান এবং চাঁদপুরের সুনাম রক্ষায় তিনি যাতে কাজ করতে পারেন, সেজন্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তাঁকে সংবর্ধনা প্রদান করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও চাঁদপুরের ব্যবসা বাণিজ্য উন্নয়নে ব্যবসায়ীদের স্বার্থে, যে কোনো উন্নয়ন কাজে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষের সঞ্চালনায় চেম্বার নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, শাহাবুদ্দিন অনুর ছোট ভাই বিশিষ্ট শিল্পপতি রোটারিয়ান মোঃ হাফিজউদ্দিন বিপ্লব, চেম্বার পরিচালক ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চেম্বার পরিচালক সালাউদ্দিন মোঃ বাবর, আমিনুর রহমান বাবুল, পরেশ চন্দ্র মালাকার, গোপাল চন্দ্র সাহা ও রেজাউর রহমান রিজু পাটওয়ারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক মাঈনুল ইসলাম কিশোর, হযরত আলী, শাহাবুদ্দিন অনুর ছেলে মোঃ ফারাজ শাহাবুদ্দিন, চেম্বার সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল ও ব্যবসায়ী শরীফ আহমেদ খান।

এফবিসিসিআইর পরিচালক শাহাবুদ্দিন অনু এদিন চেম্বার ভবনের চতুর্থ তলায় অত্যাধুনিক নবনির্মিত কনফারেন্স রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চেম্বার নেতৃবৃন্দ ব্যবসায়িক ক্ষেত্রে চাঁদপুরে চলমান কিছু সমস্যার কথা তুলে ধরেন এবং তা সমাধানে এফবিসিসিআইর পরিচালকের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়