বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

আওয়ামী লীগই প্রতিটি মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেছেন, আওয়ামী লীগ শুধুমাত্র এদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নেরই কাজ করছে না, প্রতিটি মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতেও কাজ করছে। সহীহ ইসলাম প্রচার এবং ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নিজস্ব অর্থায়নে দেশের প্রতিটি উপজেলায় একই ডিজাইনে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এসব মসজিদে নিয়মিত নামাজ আদায় ছাড়াও ইসলাম বিষয়ক সভা-সেমিনার, ইমাম প্রশিক্ষণ, পাঠাগার এবং হাজীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এক সময় অবহেলিত মাদ্রাসাগুলোর কারিকুলামকে উন্নত করার সাথে সাথে প্রচলিত ধারার সাথে সমমানে নিয়ে এসেছে। এক সময়ের জরাজীর্ণ মাদ্রাসাগুলোতে আজ বহুতল ভবন নির্মাণ চলছে। সেই ধারা মোতাবেক সুবিদপুর ওল্ডস্কীম দাখিল মাদ্রাসায়ও অবশ্যই নুতন ভবন নির্মাণ হবে বলে আমি বিশ্বাস করি। আমি আমার চেষ্টা করে যাবো। তবে শিক্ষার্থীদেরও দায়িত্ব নিতে হবে। লেখাপড়ার প্রতি নজর দিতে হবে। এতে শিক্ষার্থীরা নিজেদের উন্নতির সাথে সাথে প্রতিষ্ঠানেরও সুনাম বৃদ্ধি পাবে। কারণ একটি দেশকে এগিয়ে যেতে হলে আমাদের সত্যিকারের একটি শিক্ষিত ও মেধাবী জাতির প্রয়োজন। যারা প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে দেশকে নিয়ে যেতে পারবেন। আজ দেশের প্রতিটি সেক্টরে মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ওল্ডস্কীম দাখিল মাদ্রাসায় ১২ রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সামছুল আলম সুমনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান দুলাল পাটওয়ারী।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওঃ আখতার হোসেন সাদেকী। আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়