বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

নানা আয়োজনে পালিত হয়েছে ঈদে মিলাদুন্নবী (সাঃ)
স্টাফ রিপোর্টার ॥

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলো বৃহস্পতিবার। প্রায় দেড় হাজার বছর আগে এইদিনে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এই পৃথিবীতে শুভাগমন করেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নানা আয়োজনে সারাদেশের ন্যায় চাঁদপুরেও দিবসটি পালিত হয়। ৫৭০ সালের এইদিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ)।

পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, ‘মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীই সৃষ্টি করতেন না’। এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের (পবিত্র ঈদে মিলাদুন্নবীর) গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালনের জন্যে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। এ সকল কর্মসূচির মধ্যে ছিলো মহানবী (সাঃ)-এর জীবনের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ ফজর জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন চেয়ারমানঘাটা বাইতুল আমান জামে মসজিদে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিলো সেমিনার, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা, ক্বিরাত মাহফিল, হামদণ্ডনা’ত, স্বরচিত কবিতা পাঠের মাহফিল, চাঁদপুর শহরের বিভিন্ন স্কুলে নৈতিকতা ও চরিত্র গঠন বিষয়ক সেমিনার, বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ।

এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৫ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল জেলা ও উপজেলা কার্যালয়, ইসলামিক মিশন ও মডেল মসজিদে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে চাঁদপুরে হাসপাতাল, কারাগার ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশনেরও ব্যবস্থা নেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়