প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের একাংশের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ বাসভবনে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউছুফ গাজী বলেন, এইদিনটি আমাদের কাছে সবচেয়ে প্রিয় দিন। এই দিন আমাদের প্রিয় নবীর জন্মদিন, সেইসাথে কাকতালীয়ভাবে আমাদের নেত্রীরও জন্মদিন। আমার নেত্রী কিন্তু জন্মদিনে কেক কাটেন না।
তিনি বলেন, স্বাধীনতার পর এই চাঁদপুরে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের সাংসদ ডাঃ দীপু মনি যে উন্নয়ন করেছেন, তা আর কেউ করতে পারেননি। তাই আজকে দীপু মনিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আজকে জাতীয় ও স্থানীয়ভাবে ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনাকে রক্ষা করার জন্যে আরো একটি যুদ্ধ যদি করতে হয় আমরা করবো। আর চাঁদপুরের উন্নয়নে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির জন্যে আমরা প্রয়োজনে আরেকটি যুদ্ধ করতে প্রস্তুত।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ ও চাঁদপুর জেলা ছাত্র লীগের সভাপতি জহির উদ্দিন।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সুস্থতার জন্যে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাসানুজ্জামান।
এদিন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দুজন অসহায় অসচ্ছল রিকশা চালককে নতুন রিকশা উপহার দেয়া হয় ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পিপি অ্যাডভোকেট রণজিত রায় চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাবেক সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, ঝন্টু দাস, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পৌর প্যানেল মেয়র মোঃ হেলাল হোসাইন, পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আঃ মালেক, সদর উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু ও মোঃ তাজুল ইসলাম মিয়াজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।