প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০
ইলিশের শহর চাঁদপুরে যুক্তির নান্দনিকতার আলো ছড়িয়ে দিতে গত ১৪ বছর ধরে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)। গত ২ আগস্ট, বুধবার চাঁদপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ ও সিসিডিএফ-এর প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর অসিত বরণ দাশ এবং সিসিডিএফ-এর মডারেটর সহকারী অধ্যাপক কিউএম হাসান শাহরিয়ার আগামী ২ বছরের জন্যে সিসিডিএফের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
আগামী ২ বছরের জন্য সিসিডিএফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন হিসাববিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ আবদুল বাসেদ এবং সাধারণ সম্পাদক হলেন ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শাহজিয়া আক্তার সেতু। কমিটিতে অন্যান্য পদবীতে যারা আছেন : ইব্রাহিম খলিল সজীব (সহ-সভাপতি, প্রশাসন), ফারজানা আক্তার শ্রাবণী (সহ-সভাপতি, বিতর্ক), জাহিদ হাসান রিপন (যুগ্ম সাধারণ সম্পাদক, প্রশাসন), মারিয়া জাহান (যুগ্ম সাধারণ সম্পাদক, বিতর্ক), শরীফ হোসাইন (সাংগঠনিক সম্পাদক), নাইমা মুমু (সহ-সাংগঠনিক সম্পাদক), মুহাম্মদ শাহীর বিন আজিজ (সহ-সাংগঠনিক সম্পাদক), রওনাক জাহান ঊর্মি (দপ্তর সম্পাদক), মাহমুদা আক্তার লিজা (উপ-দপ্তর সম্পাদক), মোহাম্মদ হুজাইফা (অর্থ সম্পাদক), তাজরিয়া আক্তার জ্যোতি (বিতর্ক ও বিতার্কিক ব্যবস্থাপনা সম্পাদক), মুনিরা আক্তার পল্লবী (শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক), মাশরাফি মিশু (উপ-শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক), সাবিহা নাসির মিম (প্রচার ও প্রকাশনা সম্পাদক), সুস্মিতা দাস (কর্মশালা ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক)।
এছাড়াও সিসিডিএফ-এর কার্যকরী সদস্যরা হলেন : মোঃ শাহপরাণ, মারিয়া আক্তার, তাসনিম জান্নাত, নিঝুম খান, রিয়াজ রহমান রিফাত, মেহেরীন মেরিন, সিফাত সুলতানা লাবণ্য, মাহিয়া মাহি।