রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ২২:৪৬

জিয়া স্মৃতি জাদুঘর আবার উন্মুক্ত হচ্ছে

অনলাইন ডেস্ক
জিয়া স্মৃতি জাদুঘর আবার উন্মুক্ত হচ্ছে

চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। শনিবার (১৬ নভেম্বর) কাজীর দেউরীর জিয়া স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশি-বিদেশি ষড়যন্ত্রে চট্টগ্রামের এই সার্কিট হাউজে শাহাদাত বরণ করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে সার্কিট হাউজে স্থাপিত জিয়া স্মৃতি জাদুঘর বন্ধ করে রেখেছিল। এখন থেকে আবারও শহীদ জিয়া স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে।

দেশের মঙ্গল যারা চায়নি তারাই জিয়াউর রহমানকে সেদিন চট্টগ্রামের সার্কিট হাউজে খুন করেছে। জিয়ার জীবনের শুরুই এই চট্টগ্রামে শেষও এ চট্টগ্রামে,- বলেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ সহ আরও অনেকে।

এর আগে ২০১৯ সালে জিয়া স্মৃতি জাদুঘরের নামফলক কালি দিয়ে মুছে দেয় ছাত্রলীগ। ২০২২ সালের মার্চে জিয়া স্মৃতি জাদুঘর বন্ধ করে দেওয়া হয়। ৫ আগস্টের পট পরিবর্তনের পর অবশেষে জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত হচ্ছে। সূত্র : জাগো নিউজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়