রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ২২:৪৭

চাঁদা না দেয়ায় মিথ্যা অভিযোগে পরিসংখ্যান কর্মকর্তাকে হয়রানির অভিযোগ

চাঁদা না দেয়ায় মিথ্যা অভিযোগে পরিসংখ্যান কর্মকর্তাকে হয়রানির অভিযোগ
লক্ষ্মীপুর সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুরে অর্থনৈতিক শুমারী-২৪-এর লিস্টিং কার্যক্রমে অনৈতিক সুবিধা না দেয়ায় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত)-এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করার অভিযোগ উঠেছে সাংবাদিক নামধারী চক্রের বিরুদ্ধে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাকির হোসেন। মিথ্যা, বানোয়াট ও আজগুবি সংবাদের প্রতিবাদ জানিয়ে ওই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়ার প্রস্তুতি নিয়েছেন বলে জানান ওই কর্মকর্তা ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন।।

জাকির হোসেন জানান, চলতি বছরের জুলাই মাসে সারা দেশের ন্যায় রায়পুরে অর্থনৈতিক শুমারি-২৪-এর লিস্টিং কার্যক্রম শুরু হয়। এই কাজের সময় ৩৭জন লিস্টার সরজমিনে মানুষের বাসায় বা প্রতিষ্ঠানে না গিয়ে তারা মনগড়া ও বিভিন্ন তথ্য ট্যাবে এন্ট্রি করে। যা পরিসংখ্যান সার্ভার স্টেশন থেকে চিহ্নিত করা হয়। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত লিস্টারকে চলমান শুমারির কাজ থেকে বাদ দেয়া হয়।।

বাদপড়া কয়েকজন লিস্টার অফিসে এসে অপমানজনক আচরণ ও বিভিন্ন হুমকি দিয়ে তাদেরকে পুনর্বহালের চাপ সৃষ্টি করেন। এছাড়া তাদের মনোনীত আরও বেশ ক'জনকে তথ্য সংগ্রহকারী পদে নেয়ার জন্যে বলেন। তাদের এসব অযৌক্তিক দাবিতে সম্মত না হওয়ায় ওই কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নসহ বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে মোটা অংকের টাকা দাবি করেন তারা। না দিলে তারা কয়েকটি পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিয়েছেন বলে ওই কর্মকর্তা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়