শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ২১:০৮

কিশোর গ্যাং দমনে চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযান : ১১জন আটক

গোলাম মোস্তফা
কিশোর গ্যাং দমনে চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযান : ১১জন আটক
যৌথ বাহিনীর অভিযানে আটক কিশোররা

গোলাম মোস্তফা।। কিশোর গ্যাং দমনে চাঁদপুরে এই প্রথমবারের মতো যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে চাঁদপুর শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ১১ কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়।

জানা যায়, ১৬ নভেম্বর শনিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত চাঁদপুর শহরের প্রেসক্লাব এলাকা, আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ সংলগ্ন পার্ক, স্বর্ণখোলা রোড ও বাবুরহাট কলেজ মাঠে এ অভিযান চালানো হয়। এ সময় এসব স্থান থেকে কিশোরদের নানামুখী আড্ডা দেয়া অবস্থায় ১১জন কিশোরকে আটক করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার নেতৃত্বে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউল হক, ডিবি পুলিশের এস আই মাজহারুল ইসলাম এ অভিযানে অংশ নেন।

আটক কিশোরদের বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বলেন, চাঁদপুর শহরকে কিশোর গ্যাংমুক্ত করতে পুলিশ সুপার স্যারের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। সন্ধ্যার পর যে সমস্ত কিশোরকে পড়ার টেবিলের বাইরে রাস্তায় পাওয়া যাবে তাদেরকে আমরা আটক করে থানায় নিয়ে আসবো। পড়ালেখা করা কোনো কিশোর -কিশোরী সন্ধ্যার পর রাস্তায় থাকতে পারবে না। আমরা তাদের হাতে কোনো অস্ত্র দেখতে চাই না। চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। তাদের দমনে পুলিশ, সেনাবাহিনী এবং গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আটক কিশোর সদস্যদের বিষয়ে যাচাই-বাছাই করে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের বিষয়ে বা অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। যারা নির্দোষ তাদেরকে পরিবারের জিম্মায় দিয়ে দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়