বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ২২:৩৫

চাঁদপুর স্টেডিয়াম পরিদর্শনে এডিসি মোস্তাফিজুর রহমান

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুর স্টেডিয়াম পরিদর্শনে এডিসি মোস্তাফিজুর রহমান
চাঁদপুর স্টেডিয়ামে বয়সভিত্তিক ক্রিকেটারদের সাথে কথা বলছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান

চাঁদপুর স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচ চলাকালে বয়সভিত্তিক ক্রিকেটারদের খোঁজসহ মাঠের বিভিন্ন বিষয়ে খোঁজ নিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান।

শনিবার (১৬ নভেম্বর) সকালে চাঁদপুর স্টেডিয়ামে নোয়াখালী জেলা অনূর্ধ্ব ১৪ ও চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দলের খেলার সময় তিনি মাঠে আসেন। এ সময় দুদলের খেলোয়াড় ও কমর্কর্তাদের সাথে তিনি কথা বলেন। পরে তিনি স্টেডিয়ামের বিভিন্ন কাজ ঘুরে দেখেন।

এই ক্রিকেট ম্যাচে টসে জয়লাভ করে নোয়াখালী জেলা অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দল। তারা ব্যাট করার জন্যে চাঁদপুর দলকে আমন্ত্রণ জানায়। চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৪ দল প্রথমে ব্যাট করে নিধারিত ৩৫ ওভারে ২ উইকেটে ১৮৬ রান করে।

জবাবে নোয়াখালী জেলা ক্রিকেট দল ১৮৭ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৩৪ ওভার ৪ বলে সবক'টি উইকেট হারিয়ে ১৪৪ রান করে। চাঁদপুরের দলটি ৪২ রানে জয়লাভ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট কোচ ও চট্টগ্রাম বিভাগের সহকারী বিভাগীয় কোচ শামিম ফারুকী, নোয়াখালী জেলার ক্রিকেট কোচ সদেশ মজুমদার, ক্রিকেট কোচ পলাশ কুমার সোমসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যরা।

ক্রিকেট কোচ সদেশ ও পলাশ এ প্রতিবেদককে জানান, আমরা প্রায় সময় ক্রিকেটারদের খেলার উন্নয়নের জন্যে ম্যাচের আয়োজন করি। এতে করে ক্রিকেটাররা তাদের খেলার প্রতি আগ্রহ বাড়বে। জেলা প্রীতি ম্যাচ খেললে ক্রিকেটারদের খেলার মান বাড়ে।।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়