রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০০:০০

আওয়ামী লীগ সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন সূচিত হয়েছে
মোহাম্মদ মহিউদ্দিন/ফরহাদ চৌধুরী ॥

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন সূচিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিগত বিকাশে আমাদেরকে আন্তারিক হতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে এখন শতভাগ শিক্ষার্থীরা পড়াশোনা করছে। নারী শিক্ষার যথেষ্ট অগ্রগতি রয়েছে। এতে নারী ও পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী ৫ বছর পর যে সমাজ পাবেন তা হবে শিক্ষিত সমাজ ও আলোকিত সমাজ। আগামী নির্বাচনে যারা নিজেদের আখের গোছাতে নেতৃত্ব নিতে চায়, তাদেরকে সেই সুযোগ দিবেন না। মানুষের উন্নয়নকামী ব্যক্তিকে সমর্থন জানাবেন। তিনি গতকাল বুধবার সকালে কচুয়া উপজেলার আইনগিরি উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে ও আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, আইনগিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, আইনগিরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়লা হাবীব, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আইনগিরি উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মীর নাছির উদ্দিন, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহবুবে রাব্বনি মানিক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ, জেলা পরিষদের সাবেক সদস্য রওনক আরা রত্না, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সালমা শহীদ ও পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়