রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০০:০০

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
বাদল মজুমদার ॥

পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ জুলাই মঙ্গলবার বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় ৬নং আদর্শ প্রাথমিক বিদ্যালয়কে ২- ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করে ৩নং বালক প্রাথমিক বিদ্যালয় বনাম উত্তর শ্রীরামদী প্রাথমিক বিদ্যালয়। খেলায় উত্তর শ্রীরামদী প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে ৩নং বালক প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল হাই। প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।

মেয়র তার বক্তব্যে বলেন, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের নামে ফুটবল টুর্নামেন্ট ফুটবল খেলার মান ফিরিয়ে আনতে আয়োজন করা হয়েছে। আজকের প্রাথমিক স্তরের খেলোয়াড়রা আগামীতে জাতীয় পর্যায়ে খেলবে। খেলোয়াড়দের যদি বাছাই করে উন্নয়ন প্রশিক্ষণ দেয়া যায়, তাহলে জাতীয় দলে এরাই ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, দেশটাকে ভালোবাসতে হবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আগামীর বাংলাদেশ উন্নত প্রযুক্তির বাংলাদেশ রেখে যেতে বার বার ক্ষমতায় রাখতে হবে।

সভামঞ্চে উপস্থিত ছিলেন হাসান আলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা, উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আক্তার, ২নং বালিকা (সিহল) প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা নাসরিন, ৫নং বালক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম হেনা, দক্ষিণ গুণরাজদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা পারভিন, গুণরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন, ৩নং বালক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন পাটওয়ারী, বিষ্ণুদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফুর রহমান, ৬নং আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদী সাবীয়া, বাবুরহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায় প্রমুখ। সঞ্চালনায় ছিলেন হাসান আলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুজ্জামান কাজল ও ষোলঘর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী ইমরান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়