প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের শিলন্দিয়া এলাকায় ভাড়াটিয়া কর্তৃক বাড়িওয়ালার মেয়ে ও নাতিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
গত ১৭ জুলাই সোমবার চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের শিলন্দিয়া এলাকার বাসিন্দা জনৈক বাড়িওয়ালার নিচতলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাসা ভাড়া করে মৈশাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে রাব্বী গাজী বসবাস করে আসছেন। দীর্ঘদিন বাসার ভাড়াটিয়া হওয়ায় উভয়ের পরিবারের সাথে সখ্যতা গড়ে উঠে। এ সুবাদে ভাড়াটিয়া রাব্বী বাড়িওয়ালীর কাছে ২ লাখ টাকা ধার চান। কিন্তু বাড়িওয়ালা তার কাছে টাকা নেই বলে জানান। এতে ভাড়াটিয়া রাব্বী গাজী বাড়িওয়ালার ওপর ক্ষিপ্ত হন এবং বাড়িওয়ালার মেয়ে আর্জির প্রতিও ক্ষিপ্ত হন।
গত ১৭ জুলাই সোমবার আর্জি চাঁদপুর শহরের মাদ্রাসা রোড (আবুলের দোকান)-এর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার সময় বাবুরহাটের শিলন্দিয়া এলাকায় ভাড়াটিয়া রাব্বী বাড়িওয়ালার মেয়ে আর্জি ও তার সন্তান আয়াত (৪)কে অপহরণ করে বলে উক্ত জিডিতে উল্লেখ করা হয়।
বাড়িওয়ালা বলেন, ভাড়াটিয়া রাব্বীকে টাকা ধার না দেয়াতেই সে আমার মেয়ে ও নাতিকে অপহরণ করেছে। তিনি বলেন, এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং-১১৫০, তাং ১৭/৮/২০২৩ খ্রিঃ। এদিকে মেয়ে ও নাতিকে উদ্ধার করতে বাড়িওয়ালা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।