প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র জনগণের কাছে তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ, পথসভা ও উঠোন বৈঠক করেছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
২১ জুলাই শুক্রবার সকাল ১১টায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মাঝির বাজার এলাকায় পথসভা, গণসংযোগ ও উঠোন বৈঠক অব্যাহত রাখেন। দুপুর ১টায় নীলকমল মাঝির বাজার জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে মুক্তিযোদ্ধা সংগঠক, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ মালেক ভূঁইয়ার কনিষ্ঠ পুত্র যুবলীগ নেতা কামরুল হাসান টিটুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়াও চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের আলুর বাজারে নৌকা মার্কায় ভোট চেয়ে পথসভার বক্তব্যে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন, আমি চাঁদপুরের সন্তান। এ এলাকার মাটি ও মানুষকে আমি অত্যন্ত ভালোবাসি। ভালোবাসি বিধায় আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে বর্তমান সরকারের সকল উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছি। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকারকে আবারও সমর্থন দিয়ে দেশের উন্নয়নের জন্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে কোন অপশক্তি আমাদেরকে ঠেকাতে পারবে না। আমরা জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবো। সবাই উন্নয়ন দেখে নৌকায় ভোট দেবেন। কেননা নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ কিছু পায় এবং শান্তিতে থাকে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের শক্তি জনগণ। অর্জনের ধারাবাহিকতায় উন্নয়নশীল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিবেন।
এছাড়াও তিনি ইব্রাহিমপুর ইউনিয়নের আলুর বাজার মসজিদের উন্নয়নের জন্যে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের কথা সাহিত্যিক লেখক মাহবুবুর রহমান সেলিম, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান খান, চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নে আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।