রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০০:০০

প্রকৃত ধর্মচর্চা মানুষের ন্যায়-অন্যায় বিচারবোধ জাগ্রত করে
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সারাদেশের ন্যায় চাঁদপুরেও জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ জুলাই শুক্রবার সকালে শহরের কালীবাড়ি মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ও পৌর পূজা উদযাপন পরিষদের সার্বিক সহযোগিতায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে গীতাপাঠ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়। তিনি আয়োজক ও আগত সকল ভক্তের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের সকলের উপস্থিতিতে আজকের এই ধর্মীয়স্থান মিলন মেলায় পরিণত হয়েছে। আপনাদের আগমন এই আয়োজনকে সুন্দর ও সার্থক করে তুলবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আজ যে সকল ছেলে-মেয়ে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতায় অংশ নিবে তাদের মধ্যে থেকেই চিহ্নিত হবে মেধা ও যোগ্যতাসম্পন্ন সন্তান, যারা আমাদের সমাজকে বিকশিত করবে তাদের অর্জিত ধর্মজ্ঞান দিয়ে। একটা সময় ছিলো আমরা অনেকেই আমাদের ধর্ম সম্পর্কে জানতাম না, বলতে পারতাম না গীতা কী, কেন গীতা পাঠ করবো? এখন আমাদের সন্তানরা মুখস্থ গীতা পাঠ করতে পারে, যা আমাদের কাছে বড়ই আনন্দের বিষয়। আমাদের সকলকেই নিজ নিজ ধর্ম সম্পর্কে জানতে হবে। নিজ নিজ ধর্ম পালনের মধ্যে দিয়েই আমরা মানসিক শান্তি লাভ করতে পারি। প্রকৃত ধর্ম চর্চা মানুষকে মনুষ্যত্ব দান করে, হৃদয়ে মানবতা ও আত্মচেতনা সৃষ্টি করে, ন্যায় অন্যায় বিচারবোধ জাগ্রত করে। তিনি পারিবারিক শান্তি লাভে, সুন্দর সমাজ গঠনে সন্তানদেরকে সুশিক্ষা প্রদানের পাশাপাশি ধর্ম জ্ঞানেও জ্ঞানী করে গড়ে তোলার অনুরোধ জানান।

উদ্বোধনী পর্বে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী ও গোপাল সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, সদস্য লিটন সাহা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী (পিপি), সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, সাংগঠনিক সম্পাদক রাজন চন্দ্র দে, সদস্য কিশোর সিংহ রায়, বলাই দাস, সুকান্ত কুমার দে, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সহ-সভাপতি জুয়েল কান্তি নন্দু, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, সদস্য স্বজল সাহা, তাপস কুমার রায়, কালীবাড়ি মন্দির কমিটির বিকাশ মজুমদার টিটু, অমল রক্ষিত মনা, অজয় চন্দ্র মজুমদার প্রমুখ।

বিচারকের দায়িত্ব পালন করেন জগদানন্দ পন্ডিত দাস, অনিতা সেন, উত্তম গোস্বামী ও দুলাল চন্দ্র দেবনাথ।

বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ। এ সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক মিন্টু কুমার ভদ্রসহ অন্য অতিথিবৃন্দ।

শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতাকে কেন্দ্র করে হাইমচর, ফরিদগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব, হাজীগঞ্জসহ জেলার বিভিন্নস্থান থেকে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীগণ প্রতিযোগিতাস্থলে আসতে শুরু করেন, প্রায় শতাধিক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেন। তাদের সুমধুর কণ্ঠে উচ্চারিত পবিত্র গীতা গ্রন্থের উচ্চারণে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।

দুই ভাগে বিভক্ত করা হয় প্রতিযোগিতা পর্ব। ক বিভাগে অংশ নেয় ৩য় থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীগণ এবং ৮ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীগণ অংশ নেন ‘খ’ বিভাগে। মধ্যাহ্নে সকলকে মহাপ্রসাদে আপ্যায়িত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়