প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০০:০০
আজ শনিবার ঢাকাতে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ‘তারুণ্যের সমাবেশ’ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেলা তিনটায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারুণ্যের এই সমাবেশে চাঁদপুর থেকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতা-কর্মী বিভিন্নভাবে ঢাকায় জড়ো হয়েছেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে।
পূর্বনির্ধারিত এই সমাবেশ সফল করার লক্ষ্যে অনেকে আগের দিন রাতে এবং কেউ কেউ সমাবেশের দিন সকালে ঢাকায় অবস্থান করেন।
কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে আজ যোগ দেবে।
চাঁদপুরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
চাঁদপুর জেলা যুবদল সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল ও জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী জানান, চাঁদপুর থেকে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে তারুণ্যের সমাবেশে বেশি নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। জেলার সব উপজেলা থেকে নেতা-কর্মীরা এই সমাবেশে আসবে। চাঁদপুর থেকে বিপুল নেতা-কর্মী জমায়েত করার জন্যে দলীয় কার্যালয়ে চাঁদপুরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে পৃথক প্রস্তুতি সভা করা হয়েছে। জনগণকে সম্পৃক্ত করার জন্যে লিফলেটও বিলি করা হয়।