প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আরিফ হোসেন (৩৮) নামে এক জনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মী।
থানা পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে থানা পুলিশের এসআই ওবায়েদ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ফরিদগঞ্জ বালিথুবা পূর্ব ইউনিয়নের মূলপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ তপাদারের বাড়ির সামনে একতাবাজার টু নিলামঘাট ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে আরিফ হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ইতিপূর্বে সে হাজীগঞ্জে ১০ পিচ ইয়াবাসহ আটক হয়েছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আঃ মান্নান ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলা দায়েরপূর্বক বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।