রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০০:০০

জেলা বিএনপির শোক র‌্যালি
স্টাফ রিপোর্টার ॥

সরকার পতনে একদফা আন্দোলনের প্রথম কর্মসূচি গত ১৮ ও ১৯ জুলাইয়ের পদযাত্রায় লক্ষ্মীপুরে কৃষক দলের নেতা সজীব হোসেন হত্যার প্রতিবাদে চাঁদপুরে শোক র‌্যালি করেছে জেলা বিএনপি। ২০ জুলাই বৃহস্পতিবার বিকেলে র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম বলেন, আমাদের সকল কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু আমরা যখন কর্মসূচি দেই তারাও কর্মসূচি দেয়। তারা ভাবে তাদের কর্মসূচিতে বিএনপির সমপরিমাণ লোক হবে। কিন্তু তাদের লোক হয় না। তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে। আমাদের বিরুদ্ধে মামলার পর মামলা দিচ্ছে। কিন্তু তাদের বলতে চাই, মামলা দিয়ে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবে না।

পরে র‌্যালিটি চিত্রলেখা থেকে শুরু হয়ে অঙ্গীকার সম্মুুখে গিয়ে শেষ হয়। সেখানে দলীয় নেতা-কর্মীদের শপথ বাক্য পাঠ করান জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম।

এ সময় উপস্থিত জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়