রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে আত্মহত্যার দুমাস পর মেয়েকে হত্যার অভিযোগে পিতার মামলা
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। পোস্টমর্টেম রিপোর্টেও এসেছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা। কিন্তু জন্মদাতা পিতা মেয়ের এই মৃত্যু মেনে নিতে পারছেন না। তার দাবি নির্যাতনপূর্বক হত্যা করে গলায় ফাঁস দেয়ার নাটক সাজানোর আয়োজন করে তার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন। ফলে মৃত্যুর ঘটনার দুমাস পরে আদালতের দ্বারস্থ হন তিনি, করেছেন মামলা। বিজ্ঞ আদালত থানা পুলিশকে মামলা হিসেবে গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে কবর থেকে লাশ উত্তোলন করে পুনঃময়না তদন্ত করার জন্যে আদালতে আবেদন করবেন তিনি। তার বিশ্বাস তার আদরের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এমনকি ময়নাতদন্ত রিপোর্টটিও সাজানো বলে তার দাবি। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের।

সরেজমিনে জানা যায়, গত দেড় বছর পূর্বে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের চাঁন মিয়ার মেয়ে মুক্তা আক্তার অন্নীর সাথে একই উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোসাইরচর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে মোঃ সোহাগ হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের দু’মাস পর সোহাগ হোসেন নববিবাহিতা স্ত্রী মুক্তা আক্তার অন্নীকে বাড়িতে রেখে জীবিকার তাগিদে পূর্বের ন্যায় প্রবাসে চলে যায়।

গত ১৭ মে মুক্তা আক্তার অন্নীর শাশুড়ি মনোয়ারা বেগম দুই পুত্রবধূকে বাড়িতে রেখে তার মেয়ের বাড়িতে বেড়াতে যান। এই সময় তিনি মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন তার ছোট পুত্রবধূ অন্নী আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়। থানা পুলিশ ঘটনাটিকে অপমৃত্যু মামলা (নং ০২/০৬) গ্রহণ করে।

মৃত গৃহবধূর শাশুড়ি মনোয়ারা বেগম বলেন, আমার ছেলে সোহাগ হোসেন বিদেশে থাকে, বিদেশ থেকে ছুটিতে আসলে তাকে বিয়ে করাই। আমার ছেলের শ্বশুর তার মেয়ের অন্য ছেলের সাথে সম্পর্ক গোপন করে আমার ছেলের সাথে বিয়ে দেয়। আমার ছেলে বিয়ের দুমাস পরে বিদেশে চলে গেলে তার স্ত্রী পূর্বের ওই প্রেমিকের সাথে সম্পর্ক তৈরি করে আমার ছেলেকে তালাক দেয়ার কথা বলে। আমরা বেয়াই-বেয়াইনকে জানালে তারা বিষয়টি গোপন রাখেন। অন্নী আত্মহত্যা করার পরও তার বাম হাতে নিলয় আহমেদ আনিছ নামের ওই ছেলের নাম লেখা পাওয়া গেছে।

গৃহবধূর বাবা চাঁন মিয়া বলেন, আমার মেয়েকে প্রায় ১০ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিয়েছি। আমরা জানতাম না জামাইর ভাবীর সাথে তার পরকীয়া সম্পর্ক। আমার মেয়ে জানতে পেরে আমাদেরকে জানিয়েছে। আমরা মেয়েকে সান্ত¡না দিয়েছি, জামাই বাড়িতে আসলে বিষয়টির সমাধান হবে। কিন্তু তারা দেবর-ভাবীর পরকীয়া টিকিয়ে রাখতে আমার মেয়েকে মেরে মরদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। ঘটনার দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছি, পুলিশ অভিযোগ আমলে নেয়নি। তাই আমি আদালতে মামলা করেছি। লাশ উত্তোলন করে পুনঃ ময়নাতদন্তের জন্যে আবেদন করবো। আমি ন্যায় বিচার চাই।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান বলেন, চাঁন মিয়ার দায়েরকৃত মামলাটিতে আদালতের নির্দেশনা মোতাবেক ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়