প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০০:০০
কচুয়ায় মাসনীগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এ সময় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের-আপনাদের নৈতিক দায়িত্ব দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেয়া। বিএনপি-জামায়াত জোটের ক্ষমতা থাকাবস্থায় শিক্ষার হার ৫০ ভাগ ছিলো, বর্তমান সরকারের আমলে আমাদের দেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়েছে, শিক্ষার হারও বেড়েছে এবং একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে। আনুষ্ঠানিক শিক্ষা ধারার সঙ্গে উপানুষ্ঠানিক শিক্ষা ধারাও প্রাথমিক শিক্ষার অগ্রগতি সাধনে এগিয়ে এসেছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় সকল শিক্ষার্থী বিনামূল্যে বই ও মাসিক উপবৃত্তি টাকা পাচ্ছে। এসব উন্নয়ন একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভব করেছেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শিল্পপতি সমাজসেবক মোশারফ হোসেনের সভাপ্রধানে ও মাসনীগাছা আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্লাহ, অ্যাডঃ ইউসুফ পাটোয়ারী, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাশেম ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কারিদুল ইসলাম প্রমুখ।
এ সময় কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন সোহেল ভূঁইয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, কচুয়া উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা কাজল রেখা, জেলা পরিষদের সাবেক সদস্য রওনক আরা রত্না, কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছল খান মায়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিঃ ইব্রাহিম খলিল বাদল উপস্থিত ছিলেন।