রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০০:০০

মতলব উত্তরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় পানিতে ডুবে রাইসা মণি নামে এক বছরের কন্যা শিশুর করুণ মৃত্যু হয়েছে। কন্যা সন্তানকে হারিয়ে মায়ের আহাজারি ছিল গগন বিদারী। নানা সিরাজ ভূঁইয়ার বাড়িতে শোকের মাতম চলছে।

মঙ্গলবার (১৮ জুলাই) অন্যদিনের মতোই খেলাধুলা করছিলো শিশু রাইসা। পাশেই বাড়ির উঠোনে ঝাড়ু দিচ্ছিলেন মা নাসরিন বেগম। মেয়েকে দেখতে না পেয়ে খোঁজা শুরু করলে ঘরের কোণায় বৃষ্টির পানি জমিয়ে রাখা বালতিতে শিশু রাইসাকে পড়ে থাকতে দেখে ডাকচিৎকার দেন মা। পরে প্রতিবেশীরা এসে রাইসাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তথ্যটি নিশ্চিত করে রাইসার মা নাসরিন বেগম বলেন, মঙ্গলবার সকালে আমি উঠোন ঝাড়ু দিচ্ছিলাম, আমার পাশেই খেলছিলো রাইসা। ঝাড়ু দেয়া শেষে ঝাড়ু রেখে এসে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজে দেখি ঘরের পাশে রাখা বৃষ্টির পানি জমানো বালতিতে পড়ে আছে রাইসা। পরে ডাকচিৎকার দিলে প্রতিবেশী খোরশেদ আলম ঝাঁকিয়ে তার পেটের পানি বের করার চেষ্টা করেন। কিন্তু রাইসার কোনো সাড়া না পাওয়ায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদরের শিশু সন্তানকে হারিয়ে বার বার জ্ঞান হারাচ্ছেন মা নাসরিন বেগম। কান্নায় ভেঙ্গে পড়ছেন রাইসার নানী বাড়ি এলাকার স্বজনেরা।

রাজু-নাসরিন দম্পতির দ্বিতীয় সন্তান রাইসা। ৫ বছর বয়সী বড়ভাই তার বোন হারানোর বিষয়টি কোনোভাবেই বুঝে উঠতে পারছেন না। তবে দীর্ঘদিন ধরে বাবার সাথে দূরত্ব থাকায় তারা নানীর বাড়িতেই অবস্থান করছিলেন। তাদের দাদার বাড়ি গাজীপুরের টঙ্গী এলাকায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়