প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার মিলন মাহমুদ, বিপিএম (বার) বলেছেন, সদর মডেল থানা হলো জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ থানা। এই থানার যিনি দায়িত্বে থাকেন সেই অফিসার অবশ্যই ডায়নামিক হতে হয়। তিনি তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা দিয়ে প্রতি মুহূর্তে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকলের সাথে যোগাযোগ বা সমন্বয় সাধন করতে হয়। বিগতদিনে যারা এই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন তারা এবং বর্তমানে যিনি দায়িত্ব পালন করছেন তিনি সে রকম একজন গুণী মানুষ। আপনারা সকল অপরাধ দমনে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সহযোগিতা করবেন। তিনি বলেন, পুলিশ না করতে পারে না, এটি পুলিশের চাকুরির প্রথম শর্ত। এটা হোক রাষ্ট্রের প্রয়োজন, হোক জনগণের, হোক পেশার স্বার্থে।
তিনি আরো বলেন, আপনাদের সাথে চাকুরির সুবাদে চাঁদপুরে আপনাদের নেতৃত্ব দিয়েছি। এই ক্ষেত্রে আমি কারো সাথে হয়তো বা ভালোমন্দ নিয়ে কঠিন করে বলেছি। যা করেছি তা সকল কিছু পেশাগত স্বার্থে। আপনারা সকলে একই বিষয়ে পারদর্শী না। কেউ মাদক উদ্ধারে, কেউ গ্রেফতারী পরোয়ানা জারি করতে, কেউ অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী। হয়তো এ সকল বিষয় বিবেচনা করে যে পারফরম্যান্স ভালো করেছে হয়তো তাকে বেশি কাজ দিয়েছি, এজন্যে কেউ মনে কষ্ট নিবেন না।
তিনি চাঁদপুরের সাংবাদিক, মিডিয়া এবং প্রেসক্লাবের প্রসঙ্গে বলেন, আমার চাঁদপুরের কর্মজীবনে সবচেয়ে কঠিন একটি মুহূর্ত ছিলো হাজীগঞ্জের ঘটনা। এ ঘটনায় চাঁদপুরের সাংবাদিকদের ও প্রেসক্লাবের সহযোগিতা আমার আমৃত্যু মনে থাকবে। প্রেসক্লাব সবসময় আমার পাশে ছিলো।
চাঁদপুরের প্রসঙ্গে তিনি বলেন, সত্যি চাঁদপুরের মানুষগুলো দেশের মধ্যে ব্যতিক্রম। রাজনৈতিক-সামাজিক সকল ক্ষেত্রে অত্যন্ত সহযোগী মনোভাবের মানুষ। চাঁদপুরের এই ঐতিহ্য ও সুনাম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করছি। তিনি চাঁদপুরবাসীকে সকল অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশের আয়োজনে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)কে দেয়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের পত্নী এবং পুনাক চাঁদপুরের বিদায়ী সভানেত্রী ডাঃ আফসানা শর্মী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) ইয়াছির আরাফাত, চাঁদপুর বারের পিপি অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, নতুনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর অলি উল্যাহ ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সাব-ইন্সপেক্টরদের পক্ষ থেকে এসআই সালেহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুহসীন আলম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মডেল থানা জামে মসজিদের পেশ ইমাম মাওঃ ইসমাইল হোসেন ও গীতা থেকে পাঠ করেন এএসআই সঞ্জয়। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহরীন হোসেন।
অনুষ্ঠানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথি পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বারকে এবং ডাঃ আফসানা শর্মীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুহসীন আলম।