রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০০:০০

মানুষের মুখে হাসি ফোটানোর নেশা নিয়ে আমি কাজ করি
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

১৮ জুলাই শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় বিদ্যুৎ দিয়েছি, রাস্তাঘাট, ৮শ’ ব্রিজ কালভার্ট করেছি। আপনাদের সকল সমস্যার সমাধান করতে আপনাদের পাশে থেকেছি। তাহলে কেন আপনারা আমাকে ভোট দিবেন না? আপনারা শান্তিতে ঘুমাতে পারছেন, কেউ আপনাদেরকে বিরক্ত করছে না। আমি শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার সকল মানুষের অভিভাবক হিসেবে কাজ করছি। আমি কথা দিচ্ছি, আপনারা আমাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করলে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমি আমার অভিভাবকের দায়িত্ব পালন করবো। আপনাদের সহযোগিতা পেলে আমি ভবিষ্যতে সুনাগরিক গড়ে তুলতে কাজ করবো।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হওয়ার পর দু'উপজেলায় ৭ কিলোমিটার পাকা রাস্তা থেকে ৭শ’ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করেছি। আপনাদের সহযোগিতা থাকার কারণে এ উন্নয়ন করা সম্ভব হয়েছে।

গতকাল দিনব্যাপী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সকালে তিনি চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট এক তলা ভবনের উদ্বোধন, চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমি ভবনের উদ্বোধন, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নে রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উনকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনুভূমিক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ, পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল ও সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, চিতোষী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, যুবলীগ নেতা শাহ্ এনামুল হক কমল, আওয়ামীলীগ নেতা আবু নাছের ওয়াজেদ, চিতোষী পূর্ব ইউপি চেয়ারম্যান আলম বেলাল, রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক, টামটা উঃ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি ও চেয়ারম্যান মাহতাব উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়