রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০০:০০

অ্যাডঃ শেখ আবু তাহেরের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও স্মরণসভা
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ শেখ মোঃ আবু তাহেরের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হকের সভাপতিত্বে ফুলকোর্ট রেভারেন্স পালন করা হয়। এ সময় জেলা জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটশীপের বিচারক এবং আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন অ্যাডঃ জাবির হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডঃ কাজী আব্দুল গফুর।

ফুলকোর্ট রেভারেন্স শেষে আইনজীবী সমিতি মিলনায়তনে মরহুমের স্মরণে এক সভার আয়োজন করে আইনজীবী সমিতি। স্মরণসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ এ. টি. এম. মোস্তফা কামাল। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ. জেড. এম. রফিকুল হাসান রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির প্রবীণ সদস্য অ্যাডঃ রুহুল আমিন (১), আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাডঃ আহছান হাবীব, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ দুলাল মিয়া পাটোয়ারী, অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ আঃ লতিফ শেখ, অ্যাডঃ আমানুল্লাহ প্রধান, অ্যাডঃ আঃ বিনয় ভূষণ মজুমদার, অ্যাডঃ আমানুল্লাহ, অ্যাডঃ হেদায়েতুল্লাহ, অ্যাডঃ আবুল কাসেম, অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ এমএ হালিম পাটোয়ারী, অ্যাডঃ ফারহানা রিয়া, অ্যাডঃ মুনিরা চৌধুরী, অ্যাডঃ মাইনুল ইসলাম, অ্যাডঃ মিজানুর রহমান, অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ শাহ আলম ফরাজী, অ্যাডঃ শেখ জহির, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু প্রমুখ।

উল্লেখ্য, অ্যাডঃ শেখ মোঃ আবু তাহেরের বাবার নাম মরহুম মৌলভী আব্দুল লতিফ শেখ। তার পৈত্রিক নিবাস ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়ার কাঁশারা এলাকায়। বসবাস করতেন চাঁদপুর শহরের শেরে বাংলা আবাসিক এলাকা তথা ব্যাংক কলোনিতে। তিনি ১৯৫৪ সালের পহেলা জানুয়ারি কাঁশারা নিজ গ্রামে জন্মগ্রহণ করেন। গত ১৭ জুলাই সোমবার সকাল সাড়ে ৮টায় ব্যাংক কলোনির নিজ বাসায় তিনি মারা যান (ইন্না-লিল্লাহ...রাজিউন)। তিনি ১৯৫৯ সালে পাইকপাড়া ইউ. জি. উচ্চ বিদ্যালয় হতে মেট্রিক পাস করেন। ১৯৬৯ সালে সেন্ট্রাল ল’ কলেজ হতে এলএলবি পাস করে বাংলাদেশ বার কাউন্সিলে ১৯৭২ সালের ১৯ আগস্ট এন্ডরোলমেন্ট হন। ওই বছরই তিনি কুমিল্লা বারে যোগদান করেন। ১৯৮২ সালের ২৫ এপ্রিল চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং মৃত্যুর দিন পর্যন্ত জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন। তিনি ১৯৭৬ সালে সুপ্রিম কোর্ট বারে যোগদান করেন। ১৯৯৫ সালে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। তার সহধর্মিণীর নাম রাশিদা আক্তার। তিনি ২ কন্যা শেখ আমেনা, মোমেনা মরিয়ম ও একমাত্র ছেলে শেখ মুহাম্মদ সাইফুল ইসলামসহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়