প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০০:০০
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে চাঁদপুর জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৮ জুলাই বিকেল ৩টায় জেলা বিএনপির আয়োজনে চিত্রলেখা মোড় সংলগ্ন হাজী মহসিন রোড এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। সেখানে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীও যোগ দেন। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মুক্তিযোদ্ধা সড়কের হকার্স মার্কেট, বাইতুল আমিন রেলওয়ে মসজিদ চত্বর, কোর্টস্টেশন, কালীবাড়ি মোড়, জেএম সেনগুপ্ত রোড, জোড়পুকুর পাড় হয়ে মেথারোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, এই পদযাত্রার মধ্য দিয়েই সরকার পতন আন্দোলন আরও ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেই কেবল নির্বাচন হবে। এটা প্রাথমিক কর্মসূচি। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আমরা রাজপথ ছাড়ব না।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ শামীম আহমেদ, শরীফ মোঃ ইউনুছ, ব্যরিস্টার ওবায়েদুর রহমান টিপু, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মতলব উত্তরের তানভীর হুদা, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী প্রমুখ।
এ সময় জেলা বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পদযাত্রাপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সবাই নিজ নিজ এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের তালিকা তৈরি করুন। পুলিশের তালিকা আমাদের দরকার নেই। পুলিশ গণতন্ত্রের পক্ষেই থাকবে। যারা গত ১৫ বছরে আমাদের নেতা-কর্মীদের আক্রমণ করেছে, বাড়ি-ঘর, দোকানপাটে হামলা করেছে, দখল করেছে তাদের তালিকা করুন। আইনমতো সব মোকাবেলা করা হবে। আপনারা সকলে বলেন শেখ হাসিনার পদত্যাগ, আমি বলবো শেখ হাসিনা তুমি কবে যাবে। আমরা আর তোমাকে ১ মিনিটও দেখতে চাই না। আমাদের নেতা তারেক রহমান আন্দোলনের একটা প্ল্যান করে এগুচ্ছে, যাতে দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকে। এক দফার জন্যে আমরা জনগণকে নিয়ে রাজপথ দখল করবো। সেখানে প্রতিটি এলাকার জনগণকে সম্পৃক্ত করে রাজপথ দখলে রাখা হবে। তখন আওয়ামী লীগ সরকারে থাকবে না। আপনারা আজকে প্রমাণ করে দিয়েছেন চাঁদপুর আন্দোলনের জন্যে প্রস্তুত।
পদযাত্রা কর্মসূচি পালন উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়।
উল্লেখ্য, ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ১ দফা দাবিতে বিএনপির কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচি চাঁদপুর জেলায় বিরাট পরিসরে করা হয়। যার আয়োজন করে চাঁদপুর জেলা বিএনপি। শান্তিপূর্ণভাবে এই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।