রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০০:০০

সিটি হসপিটাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ও ১ লক্ষ টাকা জরিমানা
মেহেদী হাসান ॥

কচুয়ায় মোবাইল কোর্টে (ভ্রাম্যমাণ আদালত) সিটি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করা হয়েছে। মঙ্গলবার কচুয়া পৌরসভায় চাঁদপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিস সংলগ্ন হাসপাতাল রোডের বেশ ক’টি প্রাইভেট হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান। এ সময় চাঁদপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ সাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজন কুমার দাস এবং কচুয়া থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মোঃ সামছুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান সিটি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে অভিজ্ঞ চিকিৎসক ব্যতীত সিজারিয়ান অপারেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশে ক্লিনিক মালিক দীপু সরকারকে ১ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের জেলসহ প্রতিষ্ঠানটি সীলগালা করেন। তাছাড়া যেসব ক্লিনিকের লাইসেন্স নবায়ন নেই ওইসব প্রতিষ্ঠনকে ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়নের জন্যে নির্দেশনা প্রদান করেন।

স্থানীয়দের অভিযোগ, কচুয়ার বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসক ছাড়াই নামমাত্র সেবা দিয়ে আসছে কর্তৃপক্ষ। তাই প্রশাসনের এই অভিযান অব্যাহত রাখার দাবি স্থানীয়দের।

উল্লেখ্য যে, ইতিপূর্বেও মোবাইল কোর্টে একাধিকবার সিটি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। কিন্তু তারপরও টনক নড়েনি এই হাসপাতাল কর্তৃপক্ষের। এবার তা পুরোদমে সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়