রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০০:০০

আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে হাজীগঞ্জ-শাহরাস্তিতে
কামরুজ্জামান টুটুল ॥

আমি সংসদ সদস্য থাকাকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় হাজীগঞ্জ-শাহরাস্তিতে প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। অসমাপ্ত কাজগুলো শেষ করবো বলে আমি আশা করি। সোমবার দুপুরে হাজীগঞ্জের অলিপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট পূর্ণাঙ্গ একাডেমিক ভবনের উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

অলিপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠানের সভাপ্রধানে প্রধান অতিথি আরও বলেন, ১৯৯৬ সালের আগের দিনগুলিতে আপনার এলাকার রাস্তা, বিদ্যুৎ শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা ভেবে দেখেন কী ছিলো, আর এখন দেখেন কী হয়েছে। ’৯৬ সালের আগের সরকার দেশের জন্যে জনগণের জন্যে কিছুই করেনি। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্বে আজ রোল মডেল। ৩৬০০ মেগাওয়াট থেকে আমাদের সরকার ২২০০০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। আগে এলাকায় এলে হাজার হাজার আবেদন পড়তো বিদ্যুৎ সংযোগের জন্যে। এখন একটি আবেদনও পাইনি।

তিনি আরও বলেন, আমি এলাকাবাসীকে দেয়া প্রতিশ্রুতির অনেকটাই বাস্তবায়ন করেছি, বাকিটুকু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ্। হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকার ডাকাতিয়া নদীতে উটতলী ব্রিজ নির্মাণাধীন, সূচীপাড়া ব্রিজ, চিতোশী ব্রিজ, খিলাবাজার ব্রিজ, টিকোটিয়া ব্রিজ, খোদ্দ জগন্নাথপুর ব্রিজ, মোহাম্মদপুর ব্রিজ, হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রিজ, নাটেহরা বলাখাল ব্রিজে যান চলাচল করছে। বড়কুল ব্রিজসহ আরো দুটি ব্র্রিজের কাজ চলমান, ১টি প্রস্তাবনায় রয়েছে। কৈয়ারপুল থেকে ওটতলী সেতু পর্যন্ত নতুন সড়কের জন্য সাড়ে ১১ কোটি টাকার বরাদ্দ হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমার লেখাপড়া করতে হবে। তোমাদেরকে সরকার পরিপূর্ণ আধুনিক ভবন দিচ্ছে, মানসম্মত শিক্ষক দিচ্ছে। তোমাদেরকে আমরা সমস্যা থেকে দূরে রাখতে কাজ করছি। বিদ্যালয় থেকে তুলনামূলক দূরে বাড়ি এমন মেয়েদের বাইসাইকেল দিচ্ছি।

২ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে তৈরি করা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, সদর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি ওমর ফারুক খান ও সদর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন।

সদর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদ।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী আব্দুর রহমান। পবিত্র গীতা পাঠ করেন শ্রাবন্তী রাণী শীল। শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন শিক্ষার্থী তাছবিয়া আক্তার তুলি।

উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জীবনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়