রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০০:০০

শান্তিপূর্ণভাবে ছেংগারচর পৌরসভার নির্বাচন সম্পন্ন
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। সকাল থেকেই দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন।

সরজমিনে গিয়ে পৌরসভার ১নং ওয়ার্ডে ছেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার ছিল বেশি। এ কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের মধো ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পরে আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

৫নং ওয়ার্ডের ওটারচরে কেন্দ্রে, ৬নং ওয়ার্ডের ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়, ৯নং ওয়ার্ডের নিজ ছেংগারচর, ৮নং ওয়ার্ডের নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ছিলো সন্তোষজনক। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিলো বেশি। নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ। এছাড়াও নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে মাঠে ছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি ও পর্যাপ্ত পরিমাণ পুলিশ ও আনসার বাহিনী।

রিটার্নিং কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ বলেন, যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ পৌরসভা নির্বাচনে কেন্দ্র ছিলো ১৬টি। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়