প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০
গতকাল ফরিদগঞ্জ উপজেলাধীন ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির কর্মী সভা জিএফসি একাডেমি মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আলী বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির মেম্বার ও সাংগঠনিক সম্পাদক হামিমুর রহমান বাবুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, আবু তালেব পাটোয়ারী, আলমগীর হোসেন পাটোয়ারী, উপজেলা সিনিয়র যুগ্ম সম্পাদক খসরু মোল্লা, সাংগঠনিক সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটোয়ারী, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য অ্যাডঃ মাসুদ গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, সদস্য মঞ্জিল হোসেন, জেলা যুবদল নেতা মোক্তার মিজি, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, ফারুক খান, উপজেলা কৃষকদল নেতা আবুল কাশেম খান, উপজেলা ছাত্রদলের আহ্বয়ক মেহেদী হাসান মন্জু, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, এ কে সুমন পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন ফারুক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, প্রবাসী বিএনপি নেতা শাহাদাত হোসেন গাজী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক মেম্বার আব্দুস সাত্তার খান, বিএনপি নেতা কাওসার ভূঁইয়া, ইউপি সদস্য মুহেব মীর, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুর রহমান, সদস্য সচিব আক্তার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাওসার খান, সাংগঠনিক সম্পাদক সুমন, নাছির গাজী, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রাব্বি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফ মোঃ ইউনুছ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ডাকে জনগণ অধিকার আদায়ের আন্দোলনে ঘুরে দাঁড়িয়েছে। সকল বাধা-বিপত্তি ডিঙ্গিয়ে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নদী সাঁতরিয়ে জনগণ বিএনপির আনদোলন সফল করেছে। তিনি বর্তমান স্বৈরশাসকের হাত থেকে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠা সর্বোপরি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করার জন্যে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মত ভুয়া নির্বাচন এবার আর সম্ভব হবে না। বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র একসাথে মুক্তি পাবে ইনশাআল্লাহ। তিনি স্বৈরশাসকের পতনের একদফা আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান এবং ওয়ার্ড বিএনপির কমিটিতে ত্যাগী নির্যাতিত পরীক্ষিত সক্রিয় কর্মীদের স্থান দেয়ার জন্য ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করেন।