রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে চোরাই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার ॥ গ্রেফতার ৩
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ রাকিব হোসেন (২২), মোঃ নাছির গাজী (২৭) ও মোঃ সাদ্দাম হোসেন (৩০)। এদেরকে ১৬ জুলাই রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা বাজারস্থ মৎস্য আড়তের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করে ক্ষতিগ্রস্তরা।

অভিযোগের সূত্র ধরে থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর বড়ুয়া সন্দেহভাজন আসামী হিসেবে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মিজি বাড়ির মোঃ রাকিব হোসেন ও বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের নোয়া গাজী বাড়ির মোঃ নাছির গাজীকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তিতে নরসিংদী জেলার মাধবপুর থানা এলাকার সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। একই সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, গ্রেফতারকৃতদের রোববার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়