রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০

জাতীয় নির্বাচনের আগে উন্নয়ন কাজগুলো বেগবান করতে হবে
মিজানুর রহমান ॥

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৬ জুলাই সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। সভায় জেলা প্রশাসন, সকল সরকারি দপ্তরের প্রধানগণসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির সদস্য জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় (প্রশাসন ও অর্থ), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, এনএসআই উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ প্রমুখ।

এছাড়া ৬৭টি বিভাগের প্রধান ও প্রতিনিধিগণ সভায় তাদের স্ব স্ব দপ্তরের বিবরণ তুলে ধরেন। তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার কথা বলা হয়। এছাড়াও জনদুর্ভোগ লাঘবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় জনস্বাস্থ্য সুরক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ, কৃষিপণ্যের বাজার নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ সহনীয় পর্যায়ে রাখা, খাদ্যে ভেজাল বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর নজরদারি বাড়ানো, সামনে জাতীয় নির্বাচনের আগে সরকারের উন্নয়ন কাজগুলো সঠিক এবং যথাসময়ে শেষ করা, শহরের যানজটে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি হয়ে মানুষ ও যানবাহন চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখা, সড়ক ও এলজিইডি বিভাগের সংস্কারবিহীন রাস্তাগুলোর মেরামত করা, সরকারি মডেল মসজিদ নির্মাণ কাজ দ্রুত শেষ করা, চাঁদপুর থেকে হাইমচরের জালিয়ার চর পর্যন্ত ৩৮ কিলোমিটার রিভার ড্রাইভ রাস্তা নির্মাণ প্রকল্প প্রস্তাব প্রেরণসহ অন্যান্য সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসক কামরুল হাসান সভাপ্রধানের বক্তব্যে বলেন, প্রায় তিন ঘন্টা সরকারি ৬৭টি দপ্তরের কার্যক্রম ও উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে সভায় বিশদ আলোচনা হয়েছে।

তিনি বলেন, জনগণের কাছে আমরা যাতে ম্যাসেজ দিতে পারি, আগামী জাতীয় নির্বাচনের আগে সকল উন্নয়ন কাজ শেষ করতে হবে। এজন্যে সরকারি যে সকল কনস্ট্রাকশন কাজ রয়েছে তা বেগবান করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়