প্রকাশ : ২৫ জুন ২০২১, ০০:০০
শাহরাস্তি উপজেলার কুখ্যাত মাদকস্ম্রাট, বহু মামলার আসামী সিস্টেম খোকনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে তাকে তার বাড়ি থেকে আটক করে শাহরাস্তি থানা পুলিশ। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ও ওসি (তদন্ত) মোঃ মোরশেদুল আলম ভূঁইয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়। পুলিশ জানায়, তার কাছ থেকে ৩২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ প্রায় ৬টি মামলা রয়েছে। ইতিপূর্বে খোকন বেশ কয়েকবার পুলিশের কাছে আটক হয়। জামিনে ছাড়া পেয়ে সে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যায়। গত দুই বছর পূর্বে পুলিশ তাকে গ্রেফতার করতে গিয়ে বিপাকে পড়তে হয়। পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে দুই ভবনের চিপায় আটকে যায় সিস্টেম খোকন। প্রায় তিন ঘণ্টার অভিযানের পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। সে একজন বদমেজাজী ও দীর্ঘদিনের কুখ্যাত মাদক ব্যবসায়ী।