সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৫ জুন ২০২১, ০০:০০

শাহরাস্তিতে রাস্তা মেরামত করলেন ব্যবসায়ী মানিক হোসেন
শাহরাস্তি ব্যুরো ॥

বর্তমান বর্ষা মৌসুমে বৃষ্টির ফলে এলাকার বহু রাস্তাই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তেমনি একটি রাস্তা শাহরাস্তি পৌর এলাকার ১২নং ওয়ার্ডের নোয়াগাঁও-কালিগঞ্জ সড়ক। এ সড়কের শেষ প্রান্তেই নির্মিত হচ্ছে ডাকাতিয়া নদীর ওপর কালিগঞ্জ-নবাবপুর সেতু। বর্তমানে উক্ত সেতুর কাজ এগিয়ে চলছে। উক্ত সড়কের প্রায় দেড় কিলোমিটার রাস্তা কাঁচা হওয়ায় কালিগঞ্জ, নবাবপুর, রাজাখাঁ এলাকার জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে সড়কটি দিয়ে জনগণ যাতায়াত করতে হিমশিম খাচ্ছে। এলকাবাসী জানান, তারা স্থানীয় কাউন্সিলর শাহ নেওয়াজের কাছে রাস্তাটি মেরামতের জন্যে আবেদন করলে তিনি জানান, কোনো বরাদ্দ না থাকায় তারা রাস্তাটি মেরামত করে দিতে পারছেন না। জনগণের এ দুর্ভোগ দেখে স্থানীয় ব্যবসায়ী মোঃ মানিক হোসেন রাস্তাটি মেরামত করার উদ্যোগ গ্রহণ করেন। ২৩ জুন তিনি ইট ও বালু দিয়ে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেন। প্রায় ১৮ জন শ্রমিক দিনব্যাপী রাস্তাটি মেরামত করতে কাজ করেন। স্থানীয়রা জানান, ইতিপূর্বেও ব্যবসায়ী মানিক নিজ উদ্যোগে বেশ কয়েকবার এ রাস্তাটি মেরামত করে দেন। এছাড়াও তিনি বিগত কয়েক বছর পূর্বে শাহরাস্তির প্রধান সড়ক যান চলাচলের উপযোগী করতে কাজ করেন।

ব্যবসায়ী মানিক জানান, কয়েক হাজার ইটের কণা ও কয়েক ট্রাক বালু দিয়ে রাস্তাটি মেরামতের কাজ করছেন। এতে বেশকিছু টাকা ব্যয় করেছেন। এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন। এলাকার জনগণ ব্যবসায়ী মানিকের জনসেবার এ মানবিক কাজকে স্বাগত জানিয়েছেন।

স্থানীয় কাউন্সিলর শাহনেওয়াজ জানান, পৌরসভার বরাদ্দ পেলে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়