বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০০:০০

জেলা আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা ও গুরুত্বপূর্ণ ইউনিটের কাউকে বলা হয়নি
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজকে যে কর্মসূচি নেয়া হয়েছে সে সম্পর্কে জেলা আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা এবং গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিটের কেউই জানেন না। এমনকি কর্মসূচির বিষয়ে যে প্রস্তুতি সভা করা হয়েছে সে সভায়ও তাদেরকে আহ্বান করা হয়নি। এ নিয়ে তাঁরা হতাশা এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান এবং সাধারণ সম্পাদক আলী আর্শ্বাদ মিয়াজি, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলসহ আরো বেশ কিছু নেতার সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, আজকের কর্মসূচি সম্পর্কে কোনো কিছুই তাদের জানানো হয়নি। এমনকি প্রস্তুতি সভা যে করা হয়েছে সে সভার কোনো নোটিস বা ফোনালাপ কিছুই করা হয়নি। এটা কোনো সাংগঠনিক নিয়মের মধ্যেই পড়ে না। তাঁরা বলেন, অনেক দিন যাবত জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় যেসব কর্মসূচি হচ্ছে সেসব কর্মসূচি সম্পর্কে দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের পক্ষ থেকে আমাদেরকে কোনো কিছুই জানানো হয় না। নোটিস বা টেলিফোন অথবা মেসেজের মাধ্যমেও আমাদেরকে জানানো হয়নি।

পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল স্পষ্টভাবে বলেন, জেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার দীর্ঘদিনের আচার-আচরণে বোঝা যাচ্ছে না যে আমরা জেলা কমিটিতে আছি। কোনো কর্মসূচির ব্যাপারে আমাদেরকে জানানো হয় না। যেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হচ্ছে দলের সবাইকে এক জায়গায় এনে একসাথে কাজ করা। আমার মনে হয় না আমাদের চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নেত্রীর এই নির্দেশনা মানছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়