সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৫ জুন ২০২১, ০০:০০

চাঁদপুর জেলা প্রশাসনের শুদ্ধাচার পুরস্কার পেলো ৪ জন
অনলাইন ডেস্ক

চারজন কর্মকর্তা চাঁদপুর জেলা প্রশাসনের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

শুদ্ধাচার পুরস্কার পেলেন চাঁদপুর সদর উপজেলা গোপনীয় শাখার কর্মকর্তা ও হাইমচর উপজেলা উত্তর আলগী গ্রামের মরহুম ওয়ালী উল্লাহ মিয়াজীর জ্যেষ্ঠ কন্যা রাহে জান্নাত। তিনি চাঁদপুর সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডি থেকে স্ট্যাটাস লিখেন, ‘আমি উপজেলা পর্যায়ে ২০২০-২০২১ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছি। সবার প্রথমে আল্লাহর কাছে অনেক শোকরিয়া আদায় করছি। আমার বাবা ও মায়ের অক্লান্ত পরিশ্রমের জন্যে আমার এই সফলতা, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের প্রতি। একইসাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানসহ সকল অতিরিক্ত জেলা প্রশাসকদের প্রতি। অনেক অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আমার প্রিয় উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর, জনাব সানজিদা শাহনাজের প্রতি। এই প্রাপ্তিতে স্যারের অনেক বেশি অবদান। সকল সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা রইলো। চাকুরি জীবনের প্রাপ্ত এই অসামান্য পুরষ্কার আমাকে ভালো কাজে উৎসাহিত করবে এবং সামনের দিনগুলোতে আরো বেশি আন্তরিকতার সাথে কাজ করতে প্রেরণা যোগাবে’।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের দুজন এবং উপজেলা প্রশাসনের দুজনকে এবারের শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। এরা হলেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল ইসলাম ও উচ্চমান সহকারী মোঃ সালাউদ্দিন আহমেদ এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও গোপনীয় শাখার কর্মকর্তা রাহে জান্নাত ।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ক্রেস্ট এবং অন্যান্য পুরস্কার তুলে দিয়েছেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রসাশক (আইসিটি) ইমতিয়াজ হোসেন ও জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়