শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০

ভিটামিন ‘এ’ প্লাস খাওয়া শিশুদের ডায়রিয়ায় মৃত্যুঝুঁকি কম
বিমল চৌধুরী ॥

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ সফল করার লক্ষ্যে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জাতীয় পুষ্টি সেবা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে গতকাল ১৫ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় সভাপ্রধানের বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন।

তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশপূর্বক ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সফলতায় সাংবাদিকদের অবদান রয়েছে। আগামী ১৮ জুন ২০২৩ খ্রিঃ ১ দিনব্যাপী সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হবে। ওইদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল (১লক্ষ আন্তর্জাতিক ইউনিট) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল (২ লক্ষ আন্তর্জাতিক ইউনিট) খাওয়ানো হবে। তিনি শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর উপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভিটামিন এ শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে, শিশুর শারীরিক বিকাশে সাহায্য করে। ভিটামিন এ ডায়রিয়াসহ অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। তাই প্রতিটি শিশুর অভিভাবকদের তার সন্তানের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হতে হবে এবং বয়স অনুযায়ী তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। তিনি অসুস্থ থাকা অবস্থায় কোনো শিশুকে ক্যাপসুলটি না খাওয়ানোর পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, সারাদেশের ন্যায় আমরাও সফলতার সাথে এই কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। এজন্যে সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। তিনি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কল্যাণে বর্তমানে কোনো রাতকানা শিশু খুঁজে পাওয়া যায় না বলে উল্লেখ করেন এবং আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক প্রচারসহ সকলের সহযোগিতা কামনা করেন।

ক্যাম্পেইনটি সফলের লক্ষ্যে প্রচার-প্রচারণায় চাঁদপুর প্রেসক্লাবের সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জেলা সিভিল সার্জনকে আশ্বস্ত করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ। তিনি ক্যাম্পেইনের সফলতা কামনা করেন।

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্যাপক উপস্থিতিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি রহিম বাদশা, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর ও রিয়াদ ফেরদৌস, এখন টিভির তালহা জুবায়ের, প্রথম আলোর আলম পলাশ, যমুনা টিভির কাদের পলাশ প্রমুখ।

কর্মশালার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াৎ হোসেন। বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদুজ্ জামান।

আগামী ১৮ জুন চাঁদপুর জেলার ৮টি উপজেলা ও ২টি পৌরসভার ৬ থেকে ১১ মাস বয়সী মোট ৩৮,১৯২ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩,০৯,৭৫৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এদিন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সিভিল সার্জন সকলকে অবহিত করেন এবং তা বাস্তবায়নে জেলা সিভিল সার্জন কার্যালয় সক্রিয় রয়েছে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়