শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০

চাঁদপুরের সাংবাদিকদের সাথে চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দা সৌদি আরব শাখার মতবিনিময়
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরের বিভিন্ন পত্রিকার সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দা সৌদি আরব শাখার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব জয়নাল আহমেদ বেপারী।

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দা সৌদি আরব শাখার আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, সৌদি আরবের যে কোনো জায়গায় চাঁদপুরের কোনো ভাই বিপদে পড়লে আমাদের সংগঠন এগিয়ে যায়। অনেক প্রবাসী বিদেশে মারা যান, টাকার জন্যে লাশ দেশে আনতে পারে না স্বজনরা। সে ব্যাপারে সম্ভাব্য সকল সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আমাদের সমিতি।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা ভাতা পায়, কিন্তু রেমিটেন্স যোদ্ধারা একবারে দেশে চলে আসলে ভাতা তো দূরের কথা, বিমানবন্দরে যে ব্যবহার পায়, তাদের ব্যাগেজ খুলে যেভাবে মালামাল ফেলে দেয়া হয়, তা খুবই দুঃখজনক। রেমিটেন্স যোদ্ধারা যেনো এয়ারপোর্টে ন্যূনতম সম্মানটুকু পায় সে ব্যাপারে সাংবাদিক হিসেবে আপনারা লেখালেখি করবেন। তিনি জানান, সৌদি আরবে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত চাঁদপুরের কৃতী সন্তান। বর্তমানে তাঁর কাছ থেকে প্রবাসীরা অনেক সহযোগিতা পায়। এই সমিতি চাঁদপুর জেলার ৮টি উপজেলার যে কোনো সৌদি প্রবাসীকে সব ধরনের সহযোগিতা করে যাবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বেপারী ও দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ।

মতবিনিময়কালে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত ও শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা ও রিয়াদ ফেরদৌস, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিক উল্লাহসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে মধ্যাহ্নভোজে সকলকে আপ্যায়িত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়