শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০০:০০

বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থার ইতিহাস হাজার বছরের ইতিহাস। সেই ইতিহাসের অন্যতম মহীরুহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। টুঙ্গিপাড়ার সেই ছোট্ট খোকা বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। একটি পতাকা উপহার দিয়েছেন। মাত্র ৫৫ বছর তিনি বেঁচে থাকতে পারলেও এই সময়েই তিনি আমাদের এই জাতির জন্যে অনেক কিছু করেছেন। আজকের এই বাংলাদেশ শুধু বঙ্গবন্ধুই। তাই বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনালে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের একটি উদ্দেশ্য হলো তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে জাতীয় পর্যায়ে তাদের পরিচর্যার মাধ্যমে খেলাধুলায় বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে নিয়ে আসা। আরেকটি উদ্দেশ্য হলো, এই টুর্নামেন্টের মাধ্যমে বঙ্গবন্ধুকে জানতে সহায়তা করা।

বুধবার (১৪জুন) বিকেলে ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আঃ মান্নান, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, শরীফ হোসেন, আলাউদ্দিন ভূঁইয়া, মাহমুদুল হাসান মিরাজ প্রমুখ।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনালে পৌর একাদশকে ৩-১ গোলে পরাজিত করে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন একাদশ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়