প্রকাশ : ২৫ জুন ২০২১, ০০:০০
গতকাল বৃহস্পতিবার চাঁদপুরে নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ হিসেবে আক্রান্তের হার ২৫.৫৩ ভাগ। নতুন আক্রান্ত ২৪ জনসহ এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ৫ হাজার ২শ’ ৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭শ’ ১৪, মারা গেছেন ১শ’ ২৫ জন। চিকিৎসাধীন আছেন ৩শ’ ৬৭ জন। মৃত্যু এবং আক্রান্তের মধ্যে সবার শীর্ষে আছে সদর উপজেলা। এ উপজেলায় মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ৪শ’ ২৪ জন, মারা গেছেন ৪৮ জন।
নতুন আক্রান্ত হওয়া ২৪ জনের উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ১৪, শাহরাস্তিতে ১, ফরিদগঞ্জে ১, হাইমচরে ১ ও হাজীগঞ্জে ৭ জন। গতকাল রাতে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।