শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ জুন ২০২৩, ০০:০০

মাদক, মিথ্যাচার ও ফেসবুককে না বলুন
বাদল মজুমদার ॥

জেলা প্রশাসন ও ক্রীড়া অফিস আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১০ জুন শনিবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মাদক, মিথ্যাচার ও ফেসবুককে না বলুন। এই তিনটিকে না বললে যুবকদের একমাত্র জায়গা হবে খেলার মাঠ। খেলাধুলা করলে যুবকদের শরীর ও মন ভালো থাকে। এ ছাড়াও নিজেদের গড়ে তুলতে ক্রীড়া ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। সে কারণেই সরকার ক্রীড়া খাতে পৃষ্ঠপোষকতা করছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস্) পলাশ কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ইকবাল হোসেন, টুর্নামেন্ট কমিটির সদস্য মনোহর হোসেন চৌধুরী প্রমুখ।

এ টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলো জেলা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে : চাঁদপুর সরকারি কলেজ, মতলব উত্তর নাওরী আদর্শ সরকারি কলেজ, মতলব দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ, হাজীগঞ্জ মডেল কলেজ, ফরিদগঞ্জ গৃদকালন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ, শাহরাস্তি সূচিপাড়া ডিগ্রি কলেজ, কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ও হাইমচর সরকারি মহাবিদ্যালয়।

গতকাল ৪টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে মতলব উত্তর নাওরি আদর্শ সরকারি কলেজ বনাম মতলব দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের মধ্যকার খেলায় মতলব উত্তর নাওরি আদর্শ সরকারি কলেজকে ১-০ গোলে হারিয়ে মতলব সরকারি ডিগ্রি কলেজ জয়লাভ করে। দ্বিতীয় খেলায় ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া হাজারা হাসমত ডিগ্রি কলেজ বনাম হাজীগঞ্জ মডেল কলেজের মধ্যকার খেলায় ফরিদগঞ্জ গৃদকালন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজকে ১-০ গোলে হারিয়ে হাজীগঞ্জ মডেল কলেজ জয়লাভ করে। তৃতীয় খেলায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ বনাম হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের মধ্যকার খেলায় হাইমচর সরকারি মহা বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ জয়লাভ করে। চতুর্থ খেলায় শাহরাস্তি সূচিপাড়া ডিগ্রি কলেজ বনাম চাঁদপুর সরকারি কলেজের মধ্যকার খেলায় সূচিপাড়াকে ৩-০ গোলে হারিয়ে চাঁদপুর সরকারি কলেজ জয়লাভ করে।

রেফারীর দায়িত্বে ছিলেন মাসুদুর রহমান। সহকারী রেফারীর দায়িত্বে ছিলেন ওয়াহিদুর রহমান লাবু, ইকরাম হোসেন রানা ও মোঃ সাইদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়