প্রকাশ : ১১ জুন ২০২৩, ০০:০০
৯ জুন শুক্রবার সকালে চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল চাঁদপুর মহিলা সংসদ পরিদর্শনে যান। তিনি সংসদে আসলে সংগঠনের সদস্যবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনের সদস্যদের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভায় মহিলা সংসদের কার্যক্রম সম্পর্কে অবগত করেন সেক্রেটারী আফরোজ জাহান আখন্দ। তিনি সংগঠনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এরপর মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, এটি চাঁদপুরের একটি ঐহিত্যবাহী সংগঠন। আপনারা যেসব সমস্যার কথা বলেছেন সেগুলো যতো তাড়াতাড়ি সমাধান করা যায়, সে ব্যাপারে সহযোগিতা থাকবে। এরপর সংগঠনের সদস্যদের পরিচালনায় ক্যান্টিনের উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডাঃ ছাবেরা ইসলাম, মনিরা আক্তার, জয়েন্ট সেক্রেটারী ফারজানা ফেরদৌসী, হোসনে আরা হাফিজ, তাহমিনা শহিদুল্লাহ, রেহানা আক্তার তৌহিদাসহ আরও অনেকে।