শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ জুন ২০২৩, ০০:০০

সন্তানের বন্ধু হয়ে যাবেন, এতে আপনার সন্তান বিপথগামী হবে না
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতাণ্ড২০২৩ উপলক্ষে চাঁদপুর জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা গত ৯ জুন শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এদিন চাঁদপুরের সংস্কৃতিপ্রেমীদের পদচারণায় মুখরিত জেলা শিল্পকলা একাডেমিতে প্রদীপ প্রজ্জ্বলন, নৃত্য ও দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সকলের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে। সর্বক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনার সাথে শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। তিনি বলেন, আমরা উন্নত হচ্ছি, আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ছে। দেশ এগিয়ে যাচ্ছে। এখন আমাদেরকে অন্যান্য ক্ষেত্রের মতো শিল্প-সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শিল্প-সংস্কৃতি চর্চা ও প্রসারের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। চাঁদপুরে সংস্কৃতি চর্চায় সমৃদ্ধ ও উর্বর। এই জেলার অনেক শিল্পী চলচ্চিত্র ও নাটকে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মোবাইলে আমরা খেলবো না। মোবাইল ব্যবহার করবো মা-বাবার সাথে যোগাযোগ রাখার জন্য, জ্ঞান অর্জনের জন্য এবং খবর দেখার জন্য।

তিনি নিজের সন্তানদের উপমা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, মা-বাবার সঙ্গে সন্তানদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। তবে সন্তানকে ৬ বছর পর্যন্ত আদর করবেন, ১৮ বছর পর্যন্ত শাসন করবেন। তবে মেরে ভর্তা বানাতে হবে তা নয় এবং এরপর ১৮ বছর পূর্ণ থেকে সন্তানের বন্ধু হয়ে যাবেন, এতে আপনার সন্তান বিপথগামী হবে না।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির নাট্যকলা ও আবৃত্তি প্রশিক্ষক সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি নাসরিন বেগম। উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদা আক্তার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা, সাবেক সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, নাট্যজন শহীদ পাটোয়ারী, কণ্ঠশিল্পী রুপালী চম্পক, ইতু চক্রবর্তী, রফিক আহমেদ মিন্টু, নৃত্যশিল্পী অনিমা সেন চৌধুরী, নাট্যশিল্পী পরিমল দাস নূপুর, জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক কণ্ঠশিল্পী অনিতা কর্মকার, কণ্ঠশিল্পী মৃণাল সরকার, চিত্রাঙ্কন প্রশিক্ষক চিত্রশিল্পী অজিত দত্ত, নৃত্য প্রশিক্ষক সোমা দত্ত, নাট্যশিল্পী মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী প্রমুখ।

বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান ও চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি নাসরিন বেগম শিল্পকলা একাডেমিতে উপস্থিত হলে তাদের ফুল দিয়ে বরণ করেন শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও শিক্ষার্থীরা। সবশেষে শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর দলীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়।

এরপরই জেলা পর্যায়ে ১। একক সংগীত ঃ (ক) পঞ্চগীতি কবির গান, (খ) লোক সংগীত, (গ) দেশাত্মবোধক গান : (ভাষার গান/মুক্তিযুদ্ধের গান/স্বাধীনতার গান), ২। একক নৃত্য ঃ (ক) সাধারণ নৃত্য (লোক নৃত্য/ সৃজনশীল নৃত্য), (খ) শাস্ত্রীয় নৃত্য (কথক/মনিপুরী/ ভরত নট্যাম ইত্যাদি), ৩। একক আবৃত্তি (ক) উম্মুক্ত বিষয়, ও ৪। একক অভিনয় (ক) উম্মুক্ত বিষয়।

ক- বিভাগ : ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী।

খ- বিভাগ : ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী ও যুব বিভাগ ১৭ থেকে ২৫ বছর। একজন প্রতিযোগি ৩টির বেশি বিষয়ে দিনব্যাপী প্রতিযোগিতা অংশ গ্রহণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়