রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১০ জুন ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে নূরজাহান আঃ রব মিয়া ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প
আলমগীর কবির ॥

গত ৮ জুন হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে নূরজাহান আঃ রব মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আঃ রব মিয়া খোকন বিএসসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ বিল্লাল হোসেন রিপন। ক্যাম্পের সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ সফিউল আলম ও ইঞ্জিনিয়ার মোঃ সাখাওয়াত হোসেন।

মেডিকেল অফিসার হিসেবে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন, আগত রোগীদেরকে আন্তরিকতার সাথে পরামর্শ এবং আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল এ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে পরামর্শ প্রদান করেন বারডেমণ্ডএর গাইনী ও অবস্, আলট্রাসনোগ্রাফি বিভাগের চিকিৎসক ডাঃ ফারজানা রশিদ সারাহ্ এবং একই বিভাগের ডাক্তার আবু মুসা। ডাক্তারদের সাথে সার্বিক সহযোগিতা করেন মোঃ আবু রায়হান, সফিকুল ইসলাম, নাবিলা বেগম, মাওঃ আবু সুফিয়ান, মোঃ আরিফুল ইসলাম, মোঃ সোহেল রানা, মোঃ মহিউদ্দিন মৃধা, আব্বাস উদ্দিনসহ এলাকার বিশিষ্টজনেরা।

মেডিকেল ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূরজাহান আঃ রব মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইমাম হোসাইন টিটু। মেডিকেল ক্যাম্প সফল ও সার্থক হওয়ায় ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়