প্রকাশ : ১০ জুন ২০২৩, ০০:০০
![যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে চাঁদপুরে বিক্ষোভ ও সমাবেশ](/assets/news_photos/2023/06/10/image-34121.jpg)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে বারবার কারাফটকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে চাঁদপুর জেলা যুবদল।
শুক্রবার (০৯ জুন) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক সভাপতিত্ব করেন। সমাবেশের আগে নতুনবাজার বেগম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল। সেখান থেকে মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজু, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, মতলব উপজেলা যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাডঃ জসিম উদ্দিন মিলন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তফা বন্দুকশি, শামিম জমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারী, পারভেজ আলম রবিন, সহ-সাধারণ সম্পাদক জসিম মাতাব্বর, সহ-দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী, সিনিয়র সদস্য দেওয়ান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, শাহরাস্তি পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বাক হুমায়ুন কবির সুমন, হাজীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন পাটোয়ারী, মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সদস্য সচিব আমিন মিজিসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে যুবদল নেতৃবৃন্দ বলেন, বর্তমানে গভীর সঙ্কটাপন্নের মধ্যে চলছে দেশ। স্বৈরাচারী শেখ হাসিনা শুধু মোনায়েম মুন্না নয়, হাজার হাজার নেতা-কর্মীকে আটক করেছে। কিন্তু তারা বুঝতে পারেনি তাদের সময় ফুরিয়ে এসেছে। অচিরেই সকল অন্যায়ের বিচার হবে সবাই প্রস্তুত হন। ফাঁসির আসামী খালাস পায়। যত ধরনের অপরাধী আছে সবাই খালাস পায়। কিন্তু বিএনপি নেতা-কর্মীদের খালাস দেয় না। আমাদের এই আন্দোলন নেতাদের মুক্তি দিবে না। এজন্য প্রয়োজন সরকারের পতন।