প্রকাশ : ১০ জুন ২০২৩, ০০:০০
![লঞ্চঘাটে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক](/assets/news_photos/2023/06/10/image-34118.jpg)
চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীবাহী লঞ্চের এক যাত্রীর কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (০৯ জুন ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ৯ জুন আনুমানিক রাত দেড়টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চাঁদপুর থেকে বরিশালগামী এমভি পূবালী-২ যাত্রীবাহী লঞ্চে তল্লাশি করে একটি বড় স্কুল ব্যাগের ভেতরে রাখা ৩টি প্যাকেট থেকে ৬ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ ফাহাদ (১৯)। সে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মুরাপাড়া গ্রামের বাসিন্দা।
তিনি আরো বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহণের নিমিত্তে জব্দকৃত গাঁজাসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।